নন্দীগ্রামে শুভেন্দুকে চ্যালেঞ্জ মদন মিত্রের


মঙ্গলবার,২৫/০৪/২০২৩
620

নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুঁড়লেন মদন মিত্র। বললেন, ”ট্যুইটে বাকযুদ্ধ বন্ধ করে বাজারে নেমে মুখোমুখি লড়ুন, কবে লড়বেন কোথায় লড়বেন ডেট আর টাইম ফিক্স করুন।” তৃণমূলের একটি কর্মসূচিতে যোগ দিতে রবিবার নন্দীগ্রামে আসেন মদন মিত্র।

এখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ”আমার নন্দীগ্রামের মাটি চাই, কন্টেনার আনতে পাঠিয়েছি, নন্দীগ্রামের মাটি নিয়ে যাব। এই মাটির তিলক আমি কপালে লাগিয়ে প্রত্যেকদিন বলতে পারব, শুভেন্দু অধিকারী প্রাক্তন বিরোধী দলনেতা আর প্রাক্তন বিধায়ক।”মদনের ব্যাখ্যা, এ রাজ্যে একমাত্র মুর্শিদাবাদ ছিল, যেখানে বেইমানির জন্য ভারতবর্ষে ২০০ বছর ইংরেজ শাসন প্রতিষ্ঠা হয়েছিল। তেমনি নন্দীগ্রামের মাটিতে কয়েকজনের বেইমানির জন্য আজ রাজ্যে বিজেপির এত বাড়বাড়ন্ত আর দাদাগিরি। মানুষের সমর্থন ছাড়া এই গুন্ডাগিরি চালাচ্ছে বিজেপি। যতদিন পর্যন্ত শুভেন্দু অধিকারী, প্রাক্তন বিরোধী দলনেতা না হন প্রাক্তন বিধায়ক না হন ততদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী গোষ্ঠী সংঘর্ষ ভুলে রক্ত দিয়ে জন সংযোগের অঙ্গীকার করবে।রবিবার সন্ধেতেই নন্দীগ্রামে কর্মসূচিতে আসার কথা শুভেন্দু অধিকারীর। মদনের চ্যালেঞ্জ তিনি কীভাবে দেবেন আপাতত সেটা শোনার অপেক্ষাতেই রয়েছে নন্দীগ্রাম।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট