রাজ্য সরকারকে অন্ধকারে রেখেই রাজ্যপাল সিভি আনন্দ বোস এককভাবে কাজ করছেন।এমনকি তিনি মুখ্যমন্ত্রীকেও কিছু জানাচ্ছেন না বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অভিযোগ করেছেন। আজ এক সাংবাদিক বৈঠকে রাজ্যপালের কাজ কর্মের জন্য তাঁকে ‘শ্বেত মত্ত হস্তি’ বলেও কটাক্ষ করেন শিক্ষামন্ত্রী। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সাম্প্রতিক কলকাতা বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সফর প্রসঙ্গে বলেন, রাজ্যপালের এই পদক্ষেপ বাস্তবোচিত, সমীচিন এবং সঙ্গত বলে তিনি মনে করেন না। রাজ্যপাল ১০ মাস কোনও বিল পাস করছেন না বলেও ব্রাত্য বাবু অভিযোগ করেন। তিনি আরো বলেন রাজ্য সরকার এখনও রাজ্যপালের সঙ্গে সমন্বয় রেখেই চলতে চায়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপর রাজ্যপালের নিয়ন্ত্রণ কায়েমের চেষ্টা মেনে নেওয়া হবে না। তিনি যেভাবে কাউকে না জানিয়ে স্বেচ্ছাচারী ভাবে বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছেন তা সরকারের কাছে হঠাকারিতা বলে মনে হচ্ছে।
শ্বেত মত্ত হস্তি’ বলে রাজ্যপালকে কটাক্ষ শিক্ষামন্ত্রীর
শনিবার,১৫/০৪/২০২৩
706