বাঁকুড়ার ওন্দায় জনসভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সভা ঘিরে বাঁকুড়ার মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উন্মাদনা। জেলা বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ যোগ দিয়েছিলেন অভিষেকের সভায়। এদিনের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে সরব হন। এই জেলার মানুষ বিজেপিকে দুহাত ভরে ভোট দিলেও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করেনি। বিজেপি মানুষের কথা দিয়েও কথা রাখেনি। বিজেপি বিরুদ্ধে সমালোচনায় সোচ্চার হোন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ২০১৯ ও ২০২১ সালে বিজেপিকে ভোট দিয়ে বাঁকুড়ার মানুষ পাপ করেছেন। সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে।’ বাঁকুড়ার ওন্দাতে জনসভা থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘২০১৯ ও ২০২১ সালে ভোট দিয়েছিলেন ধর্মের ভিত্তিতে, হিন্দু-মুসলমানের ভিত্তিতে। জাতি-ধর্মের ভিত্তিতে, আর বহিরাগতদের সমর্থন করেছিলেন। রাম মন্দির যাতে হয় সেই জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ৪ বছর আগে বিজেপিকে ভোট দিয়ে আচ্ছে দিন কি পেয়েছেন? যারা বিভ্রান্ত হয়ে বিজেপিকে ভোট দিয়েছে, তারা কী দেখছে। তারা দেখছে যে বিজেপি ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা একই।’
বিজেপিকে আক্রমণ করে অভিষেক আরও বলেন,’ক্ষমতা থাকে মানুষের হাতে। ক্ষমতা অন্য কারও হাতে নেই। সৌমিত্র খাঁ ও সুভায সরকারকে পাওয়া যায়নি কোভিডের সময়। কিন্তু তৃণমূল সরকার আপনার পাশে সবসময় ছিল ও আছে।’ এরপর বাঁকুড়াবাসীর উদ্দেশে অভিষেক বলেন, ‘পঞ্চায়েত ভোটে আপনাদের ভাবতে হবে যে আপনার ধর্ম নিয়ে ভোট দেবেন নাকি অধিকারের জন্য ভোট দেবেন? হিন্দু-মুসলিম ভিত্তিতে ভোট দিয়ে থাকলে, ধর্মের ভিত্তিতে ভোট দিয়ে থাকলে আপনি আপনার অধিকার পাবেন না। তাই অধিকারের জন্য ভোট দিতে হবে। ইস্যু ঠিক করতে হবে আপনাদেরই। এবারও যদি আপনারা অধিকারের জন্য না লড়েন, তাহলে তৃণমূলও আপনাদের জন্য লড়বে না। তৃণমূলের সাধারণ সম্পাদক আরও জানিয়ে দেন যে আগামী ভোট বাংলার অধিকারকে সামনে রেখে হবে। ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা, গ্রাম সড়ক যোজনার টাকা পাওয়ার জন্য হবে।
DOT & KEY Vitamin C + E Super Bright Sunscreen Spf 50 |Water-Light,UVA/UVB & Blue Light Protection|For Even Toned & Glowing Skin|With Liquid Spf 50+++| No White Cast| For All Skin Types| 50G,Pack Of 1
₹382.00 (as of রবিবার,১৬/০৩/২০২৫ ১৫:২৫ GMT +05:30 - More info)Dot & Key Strawberry Dew Do-it-all Moisturizer - 15g
Now retrieving the price.
(as of রবিবার,১৬/০৩/২০২৫ ১৫:২৫ GMT +05:30 - More info)