১০০ দিনের ন্যায্য পাওনা আদায়ের দাবিতে এবার আন্দোলনের ঝড় দিল্লির বুকে পৌঁছে দিতে চাইছে তৃণমূল। দেড় কোটি বঞ্চিত মানুষের চিঠি সংগ্রহ করে কেন্দ্রের হাতে তুলে দিতে রূপরেখা তৈরি করেছে রাজ্যের শাসক দল। সেই সঙ্গে দু লক্ষ মানুষের জমায়েত ঘটানোর পরিকল্পনা তৃণমূলের।
বাংলার প্রাপ্য ১০০ দিনের টাকার দাবিতে এবার দিল্লিতে আন্দোলনের ঝড় তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে আন্দোলনের রূপরেখা তৈরি করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলনের রূপরেখা ব্যাখ্যা করেন। তৃণমূলের অভিযোগ বাংলায় বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা মেটাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে চুরমার করেছে কেন্দ্র। রাজ্যের দাবি আদায়ে আন্দোলনই যে শেষ পথ তার জেলা স্তরের নেতৃত্ব কে স্পষ্ট করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল সূত্রে খবর, বৈঠকে চূড়ান্ত হয়েছে- বাংলার প্রাপ্য টাকার দাবিতে এবার দিল্লিতে ঝড় তুলবে তৃণমূল। ন্যায্য পাওনার দাবিতে সাধারণ মানুষের হাতে লেখা চিঠি সংগ্রহ করা হবে। দিল্লিতে সমাবেশের আগে প্রায় দেড় কোটি চিঠি সংগ্রহ করবে দল। ২৪ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত এই চিঠি সংগ্রহ অভিযান চলবে। তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা গ্রামে গ্রামে গিয়ে চিঠি সংগ্রহ করবেন। সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করা চিঠি নিয়ে দিল্লিতে যাবে তারা। রাজ্যের বকেয়া না মেটানোর প্রতিবাদে দিল্লিতে হবে জমায়েত। প্রয়োজনে ধরনায় বসা হবে। ১০০ দিনের কাজ করে যারা বঞ্চিত হয়েছেন তাদেরকেও শামিল করা হবে আন্দোলনে। দু লক্ষ মানুষের জমায়েতের লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল সূত্রে জানা গিয়েছে গিয়েছে কোন টাইপ করা চিঠি গ্রহণ করা হবে না।