হোমিওপ্যাথির জনক স্যামুয়েল হ্যানিম্যানের জন্মদিন পালন


বুধবার,১২/০৪/২০২৩
312

কলকাতার ইন্সটিটিউট অফ হাইড রিসার্চ এন্ড এডুকেশন এর উদ্যোগে স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৯ তম জন্মদিন পালিত হল সল্টলেকের নলবনে। স্যামুয়েল হ্যানিম্যানের প্রতিকৃতিতে ও বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর জে এন কাঞ্জিলাল এর প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান ইনস্টিটিউট অফ হাইড রিসার্চের প্রতিষ্ঠাতা ডক্টর অশোক কুমার প্রধান, সম্পাদক ডক্টর অমলেন্দু প্রধান, বিশিষ্ট সংগঠক ও হোমিওপ্যাথি চিকিৎসক , সহিদুল ইসলাম , সলিল রায়, মহাদেব দে , মনোরঞ্জন ঘোষ , দুর্গেশ ঘোষ , অশোক কোনার ও নিউ আলিপুর সারদা আশ্রমের মাতাজিগন ।

ডক্টর অশোক কুমার প্রধান বলেন, স্যামুয়েল হ্যানিম্যান যে সিঙ্গল মেডিসিন দ্বারা হোমিওপ্যাথি চিকিৎসার কথা বলে গিয়েছিলেন আজ তা অনেকেই মানছেন না। অর্গানন অফ মেডিসিন ও মেটিরিয়া মেডিকায় যেটা লেখা আছে যে ওষুধকে প্রুভিং করে ওষুধ দিতে হবে। ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়াই অনেক সময় চার পাঁচটা মাদার টিংচার একসঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে কিংবা ৪ থেকে ৬ টা ওষুধকে একত্রে মিশিয়ে বা পর্যায়ক্রমে খাওয়ানো হোমিওপ্যাথি চিকিৎসা নয় । প্রত্যেকটা ওষুধকে প্রুভিং করে লক্ষন সদৃশ মতে প্রয়োগ করাটাই প্রকৃত হোমিওপ্যাথির উদ্যেশ্য।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট