‘আমাদের জমির পিনের একটা কাণাও কেউ নিতে পারবে না।’ অরুণাচল প্রদেশের মাটিতে দাঁড়িয়ে চীনকে কড়া ভাষায় হুশিয়ারি দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চীনের দাবীকে উড়িয়ে অমিত শাহ নাম না করে চীনকে হুঁশিয়ারি দেন। অরুণাচল প্রদেশে গিয়ে ‘ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম’ এ অংশ নেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।
অরুণাচল প্রদেশের মাটিতে দাঁড়িয়ে চীনকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের মাটি কেউ নিজেদের বলে দাবি করলে তার পাল্টা জবাব দেবে ভারত। স্পষ্ট বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অরুণাচল প্রদেশের ১১ টি জায়গায় নাম নিজের মতো করে বদলে দিয়েছিল চিন। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া আগেই দিয়েছিল ভারত। এবার অরুণাচলের মাটিতে দাঁড়িয়ে জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চীনের এই নাম বদলের ঘটনা যে দিল্লি খুব একটা সহজে নেয়নি। অমিত শাহের বক্তব্য থেকে তা স্পষ্ট হয়েছে। অরুণাচল প্রদেশে গিয়ে চিনকে কার্যত নাম না করে হুঁশিয়ারি দিয়ে এলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের এই করা বার্তা চীনকে জবাব বলে মনে করছে কূটনৈতিক মহল। উল্লেখ্য,পুরনো অবস্থান ধরে রেখে সদ্য চিন জানিয়েছে, অরুণাচলের এলাকা তাদের সার্বভৌম এলাকার আওতায়। চীনের এই দাবির দিক থেকে অমিত শাহের বার্তা বেশ প্রাসঙ্গিক। এমনটাই মনে করা হচ্ছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের নিরিখে।প্রসঙ্গত, অরুণাচল প্রদেশে ২ দিনের সফরে গিয়েছেন শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর চিনের বার্তার পর বেশ প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে।অমিত শাহ বলেন, ‘আমাদের জমির পিনের একটা কাণাও কেউ নিতে পারবে না।’ অরুণাচল প্রদেশে গিয়ে ‘ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম’ এ অংশ নেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে চিন সীমান্ত থেকে ১১ কিলোমিটার দূরের আনঞ্জ জেলার কিবিথুতে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন অমিত শাহ। এই এলাকা ভারত, চিন মায়ানমারের ট্রাই জংশন থেকে ৪০ কিলোমিটার দূরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অরুণাচল প্রদেশ সফর সাম্প্রতিক সময়ে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।