Categories: জাতীয়

নদীর জলে হেঁটে বেড়াচ্ছেন ‘নর্মদা মা’ রূপী দেবী!

নর্মদা নদীর জলের উপর হেঁটে বেড়াচ্ছেন এক মহিলা। কোন ঐশ্বরিক শক্তি বলে ওই মহিলা জলের উপর হেঁটে বেড়াচ্ছেন বলে খবর ছড়িয়ে পড়ে। মা নর্মদা রূপে আবির্ভূত হয়েছেন বলে হইচই শুরু হয়। শুরু হয় পূজার্চনা। তবে অল্প সময়ের মধ্যেই আসল সত্য উদঘাটন করে পুলিশ।

মধ্যভারতের মধ্যে দিয়ে বয়ে চলেছে এক ব্যতিক্রমী নদী। অন্যান্য নদীর গতির বিপরীতে, এটি বয়ে চলেছে পূর্ব থেকে পশ্চিম দিকে, আর সারাবছর বয়ে চলে কোনও হিমবাহের সাহচর্য ছাড়াই। এই সুবিশাল নদীটির নাম নর্মদা। দেশের ৭টি পবিত্র নদীর অন্যতম, ক্ষেত্রবিশেষে গঙ্গার থেকেও পবিত্র বলা হয়ে থাকে। মধ্যপ্রদেশ আর ছত্তিশগঢ়ের সীমানায় মাইকাল পাহাড় থেকে উৎপন্ন হয়ে পশ্চিমদিকে গিয়ে ভেদ করে মধ্যপ্রদেশকে। মধ্যপ্রদেশের জবলপুর জেলায় তিলওয়াড়া ঘাটে এই নর্মদা নদীতে এক মহিলার হেঁটে বেড়ানোর ঘটনায় হইচই পড়ে যাই। খবর ছড়িয়ে পড়ে নর্মদার জলে হেঁটে বেড়াচ্ছেন মহিলারূপী দেবী। মা নর্মদা সাক্ষাত দিতেই আবির্ভূত হয়েছেন বলে খবর ছড়ায়। আর সেই দেবীকে দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমে যায় মানুষের। মা নর্মদারর স্মরনে ঢাকঢোল বাজিয়ে শুরু হয় পূজার্চ্চনা। ভিড় সামলাতে হিমশিম খায় স্থানীয় পুলিশ প্রশাসন। পাশাপাশি তদন্তেও নামে পুলিশ। আর তদন্তে নেমে উঠে আসে আসল সত্য। নদীর জলে হেঁটে বেড়ানো কোন ঐশ্বরিক ঘটনা নয়। আসলে নর্মদা নদীর জলস্তর সব জায়গায় সমান নয়। নদীর অনেক অংশে জল হাঁটুর নিচে। সেই অংশেই ওই মহিলা হেঁটে বেড়াচ্ছিলেন বলে পুলিশের দাবি। অনেক দূর থেকে স্পষ্ট বোঝা না যাওয়াতেই মনে হচ্ছিল জলের উপর দিয়ে তিনি হেঁটে বেড়াচ্ছেন। ওই মহিলার পরিচয়ও জানতে পেরেছে পুলিশ। নাম জ্যোতি রঘুবংশী। মধ্যপ্রদেশেরই নর্মদাপুরাণের বাসিন্দা তিনি। গত দশ মাস আগে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন তিনি। পুলিশের পক্ষ থেকে ওই মহিলাকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয়েছে।

admin

Share
Published by
admin

Recent Posts

আন্দোলনের নামে পুড়ে ছাই বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড “জলের গান”

'বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি/ শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক…

1 month ago

বাংলাদেশ : মাথায় রাখতে হবে ঘুমন্ত সব রা*ক্ষস এখন জেগে উঠবে

মুহাম্মদ হোসাইন: একটা বিষয় পরিষ্কার বলে দেই। পাবলিক ভার্সিটির কোটা বিরোধী আন্দোলন নিয়ে সাধারণ জনগনের…

1 month ago

ছেলের হাতে খুন “মা”, ঘটনার জানাজানির পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য

ছেলের হাতে মা খুন, প্লাস্টিক মুড়ে বাড়ির মধ্যেই ফেলে রাখলো ছেলে। রাতেই মহিলার রক্তাক্ত দেহ…

1 month ago

AIIFA টেকসই স্টিল উৎপাদক সমিতি কলকাতায় একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করলো

কলকাতা: এআইআইএফএ টেকসই স্টিল উৎপাদক সমিতি, যা সেকেন্ডারি স্টিল শিল্পের অনন্য কণ্ঠস্বর, আজ কলকাতার দ্য…

1 month ago

মগরাহাটে গুলিবিদ্ধ ব্যবসায়ী, ৭ লক্ষ টাকা লুঠ

দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাটে এক ব্যবসায়ীকে গুলি করে সর্বস্ব লুট করে চম্পট দুষ্কৃতী দলের।…

2 months ago

২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু, সভাস্থল পরিদর্শনে তৃণমূল নেতারা

শুধু শহীদ স্মরণ নয়, লোকসভা নির্বাচনে বিরাট সাফল্যের পর রাজ্যবাসীকে শুভেচ্ছা জানানোর সমাবেশ। একুশে জুলাই…

2 months ago