জঙ্গিদের সীমান্ত পেরিয়ে ভারতের ঢোকার চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা জওয়ানরা। সেনা জওয়ানদের ছোড়া গুলিতে নিকেশ হয়েছে এক জঙ্গি। জম্মু কাশ্মীরের পুঞ্চ সীমান্তের শাহপুর সেক্টরের ঘটনা। রবিবার ভোররাতে অন্ধকারের সুযোগ নিয়ে জঙ্গিরা ভারতে ঢোকার চেষ্টা করেছিল। সেনা জওয়ানদের তৎপরতায় জঙ্গিদের চেষ্টা সফল হয়নি।
জঙ্গিদের সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা রুখে দিল সেনাবাহিনীর সদস্যরা। সেনা জওয়ানদের গুলিতে নিকেশ হয়েছে এক জঙ্গি। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের তুমুল গুলির লড়াই বাঁধে। পুঞ্চের শাহপুর সেক্টরে সীমান্তে পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল একদল জঙ্গি। সীমান্তে কর্তব্যরত সেনা জওয়ানদের নজরে আসে এই ঘটনা। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যান তারা। ওই জঙ্গিরা কাঁটাতার পেরিয়ে ভারতের ঢোকার চেষ্টা করছিল। ভারতীয় জওয়ানরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় পাল্টা গুলি ছুড়তে শুরু করে জঙ্গি দল। ভারতীয় জওয়ানরাও প্রত্যুত্তর দিতে দেরি করেনি। দুপক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত প্রাণে বাঁচতে পালিয়ে যায় জঙ্গিরা। কোন জঙ্গি সেখানে লুকিয়ে আছে কিনা তল্লাশি শুরু করেছে সেনা জওয়ানরা। জম্মুতে সেনার জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন, রবিবার ভোররাতে অন্ধকারের সুযোগ নিয়ে জঙ্গিরা ভারতে ঢোকার চেষ্টা করেছিল। সেনা জওয়ানদের তৎপরতায় তার রুখে দেওয়া সম্ভব হয়েছে। তিনি জানান,সীমান্তে কয়েকজন সন্দেহভাজন নজরে পড়ে কর্তব্যরত জওয়ানদের। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালাচালায় তারা। সেনা জওয়ানদের গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি। বাকি জঙ্গিরা পালিয়ে যায়। তাদের খোঁজে জোর তল্লাশি শুরু হয়েছে। কি উদ্দেশ্য নিয়ে তারা ভারতে ঢোকার চেষ্টা করছিল তা খতিয়ে দেখা হচ্ছে। অজ্ঞাত পরিচয় ওই জঙ্গিদের পরিচয় জানারও চেষ্টা শুরু হয়ে
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোহাল আজ বেজিংয়ে, ভারত- চায়না বিশেষ প্রতিনিধি স্তরের আলোচনায় অংশ নেবেন।…
আগামী বছরের জানুয়ারি মাস থেকে ভারতীয় নাগরিকরা শ্রীলঙ্কায় বিনা শুল্কে ভিসা পাবেন। ৩৯ টি দেশের…
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সী’- NTA, আগামী বছর থেকে শুধুমাত্র প্রতিযোগিতামূলক প্রবেশিকা…
বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে এবারের গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।…
রাজ্য সরকারের উদাসীনতার কারণে ন্যাশনাল ‘ব্যাম্বু মিশন’ অভিযানের কাজ এই রাজ্যে এগোয়নি বলে কেন্দ্রীয় শিক্ষা…
সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া SEBI জানিয়েছে, কোনো ব্যক্তি বিনিয়োগ সংক্রান্ত উপদেশ দিতে চাইলে…