কলকাতা পুরসভা সম্প্রতি পার্কিং ফি বৃদ্ধি করেছিল। সেই পার্কিং ফি প্রত্যাহার করা হল। এই পার্কিং ফি বৃদ্ধি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মধ্যেও এই নিয়ে খুব দানা বাঁধে। বর্ধিত পার্কিং ফি বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পৌর সংস্থা প্রত্যাহার করল। শুক্রবার কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললে পার্কিং ফি প্রত্যাহার করা হবে। তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ এই নিয়ে আজ মন্তব্য করেছিলেন। কুনাল ঘোষ সাংবাদিক বৈঠকে বলেছিলেন, পার্কিং ফি বাড়ানোটা সঠিক সিদ্ধান্ত নয়। কলকাতার মেয়র বলেন জবাবে বলেছিলেন “সংবাদমাধ্যমে এভাবে বলা ঠিক হয়নি। মুখ্যমন্ত্রীর কাছ থেকে নির্দেশ এলে প্রত্যাহার করে নেব।”
পার্কিং প্রসঙ্গে কুনাল ঘোষের সাংবাদিক সম্মেলনের পর মেয়র এর প্রতিক্রিয়া। অবশেষে বিজ্ঞপ্তি জারি করে পার্কিং ফি প্রত্যাহার করা হলো।
কলকাতা পুরসভার পার্কিং ফি প্রত্যাহার
শনিবার,০৮/০৪/২০২৩
4642