পঞ্চায়েত ভোট মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তিনি। বিরোধীদলনেতার সেই আবেদন খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। ২০১১ সালে অন্যান্য অনগ্রসর শ্রেণি বা ওবিসি-র গণনা হয়নি বলে অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা। তফসিলি জাতি এবং উপজাতির গণনা করা হলেও ওবিসি-র গণনা না হওয়ায় কিভাবে রাজ্যে পঞ্চায়েত ভোট হতে পারে সেই প্রশ্ন তুলেছিলেন। অবশ্য কমিশনের পক্ষ থেকে পাল্টা বলা হয় তারা বাড়ি বাড়ি গিয়ে এই গণনা করছে। রাজ্য নির্বাচন কমিশনের প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী। এই মামলায় হাই কোর্ট হস্তক্ষেপ করতে রাজি হয়নি।
কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল, পঞ্চায়েত নির্বাচন নিয়ে এখনই কোনও হস্তক্ষেপ করবে না হাই কোর্ট।হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন তিনি। বার অ্যান্ড বেঞ্চের টুইটার অ্যাকাউন্ট থেকে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে, মে মাসে পঞ্চায়েত ভোট। রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যে ভোটের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এই মামলায় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের পর্যবেক্ষণ, ‘‘এখন তাদের ভোট করাতে কী ভাবে বাধা দেব আমরা।’’ উল্লেখ্য, রাজ্যের ওবিসি সম্প্রদায়ের গণনার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা। সেই নিয়ে আদালতে যান তিনি। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল,রাজ্যে পঞ্চায়েত ভোটের মুখোমুখি হতে ভয় পাচ্ছে বিজেপি। ভোট পিছিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়েই এই মামলা করেছিল বলে মনে করছে তৃণমূল কংগ্রেস।
চীনের সেনজেনে আজ চীনা মাস্টার্স ব্যাডমিন্টনের সেমিফাইনালে ভারতের চিরাগ শেট্টি ও সাত্তিক সাইরাজ রণকি রেড্ডি…
গোয়ায় জমকালো পরিবেশে চলছে ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ইফি)। চলচ্চিত্রপ্রেমীদের জন্য এই উৎসব এক অনন্য…
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে ধনকুবের স্কট বেসেন্টকে ট্রেজারি সেক্রেটারি…
তথ্য সুরক্ষার বিষয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন,…
জ্ঞানভাপী মসজিদের ওজুখানায় শিবলিঙ্গ থাকার দাবিতে হিন্দু পুণ্যার্থীদের আবেদনের প্রেক্ষিতে আদালত মসজিদ কমিটির অবস্থান জানতে…
কলকাতা, ২২ নভেম্বর ২০২৪:বঙ্গোপসাগরে তৈরি হতে চলা ঘূর্ণিঝড় ফেঙ্গাল পশ্চিমবঙ্গের আবহাওয়ায় প্রভাব ফেলতে শুরু করেছে।…