শতরূপ ঘোষ, বিমান বসু, মহম্মদ সেলিমের বিরুদ্ধে কুণাল ঘোষের মানহানির মামলা বিচারযোগ্য বলে গ্রহণ করল আদালত। বুধবার শুনানির পর এই মর্মে নির্দেশ দিয়েছেন কলকাতার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কুণাল নিয়মমত হুইল চেয়ারে উপস্থিত ছিলেন এজলাসে। তাঁর হয়ে সওয়াল করেন আইনজীবী অয়ন চক্রবর্তী।
সিপিএমের হোলটাইমার পরিচয় দিলেও বাবার টাকায় শতরূপের 22 লাখ টাকার গাড়ি কেনা নিয়ে নীতিগত প্রশ্ন তুলেছিলেন কুণাল। তার জবাবে আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি রাজ্য দপ্তরে বসেই কুণালকে বাবা তুলে আক্রমণ করেন শতরূপ। কখনও তিনি কুণালকে টেস্ট টিউব বেবি বলেন, কখনও বলেন কুণালের বাবার বেনামি সন্তান আছে। আদালতে অয়ন বলেন,” এই কুৎসা পার্টি অফিসে বসে হয়েছে। তাই এর দায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে নিতে হবে। তাঁরা পরে এসব কথার নিন্দা করেননি, উল্টে সেলিম খোলাখুলি সমর্থন করেছেন শতরূপকে। ফলে এঁদের ক্ষেত্রেও ধারাগুলি প্রযোজ্য। পুরো শুনানির পর বিচারক মামলাটি গ্রহণ করে বিচারযোগ্য বলে রায় দেন। এটির পরবর্তী শুনানি চলবে 19 নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ঘরে।
পরে কুণাল বলে,” মামলা তো চলবেই। এরপর আরেকটা মামলা করব। কিন্তু সেই সঙ্গে আমার প্রশ্ন বিমান বসু, সেলিম, বিকাশ ভট্টাচার্যদের কাছে। রাজনীতির তর্কে কারুর বাবা তুলে আক্রমণ, টেস্ট টিউব বেবির মত বিজ্ঞানের অগ্রগতিকে অপমান তাঁরা সমর্থন করলেন কেন?” কুণালের মন্তব্য,” অনিল বিশ্বাস বেঁচে থাকলে এই ধরণের ঔদ্ধত্য ও কুৎসিত কথাবার্তার নিন্দা করতেন। এসব চলতে দিতেন না। রাজনীতিতে তর্ক, আক্রমণ থাকবে, কিন্তু সিপিএম অফিসে বসে বাবা তুলে কুৎসার সংস্কৃতি বিমানদা, সেলিমদা প্রশ্রয় দিচ্ছেন।”
চীনের সেনজেনে আজ চীনা মাস্টার্স ব্যাডমিন্টনের সেমিফাইনালে ভারতের চিরাগ শেট্টি ও সাত্তিক সাইরাজ রণকি রেড্ডি…
গোয়ায় জমকালো পরিবেশে চলছে ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ইফি)। চলচ্চিত্রপ্রেমীদের জন্য এই উৎসব এক অনন্য…
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে ধনকুবের স্কট বেসেন্টকে ট্রেজারি সেক্রেটারি…
তথ্য সুরক্ষার বিষয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন,…
জ্ঞানভাপী মসজিদের ওজুখানায় শিবলিঙ্গ থাকার দাবিতে হিন্দু পুণ্যার্থীদের আবেদনের প্রেক্ষিতে আদালত মসজিদ কমিটির অবস্থান জানতে…
কলকাতা, ২২ নভেম্বর ২০২৪:বঙ্গোপসাগরে তৈরি হতে চলা ঘূর্ণিঝড় ফেঙ্গাল পশ্চিমবঙ্গের আবহাওয়ায় প্রভাব ফেলতে শুরু করেছে।…