বিরোধী জোট-মহড়া চেন্নাইয়ে, যোগ দিচ্ছে তৃণমূল


সোমবার,০৩/০৪/২০২৩
506

বিজেপি বিরোধী সুর আরও চড়া করতে এবার চেন্নাইয়ের পথে দেশের তাবড় বিজেপি বিরোধী নেতারা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এম কে স্ট্যালিনের ডাকা বৈঠকে যোগ দিতে চলেছে দেশের ছোট বড় ২০টি রাজনৈতিক দলের প্রথম সারির নেতারা। এই বৈঠকে তৃণমূলের হয়ে প্রতিনিধিত্ব করবেন রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন।

বিজেপিকে প্রতিহত করতে বিরোধী দলগুলোকে একজোট হওয়ার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়া নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের ডাকা বৈঠকেও যোগ দেয় তৃণমূল সহ বিরোধী রাজনৈতিক দলের নেতারা। এবার তামিলনাড়ুর রাজধানী শহর চেন্নাইয়ে বিরোধী জোটের আরও এক মহড়া হতে চলেছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এম কে স্ট্যালিনের ডাকা বৈঠকে যোগ দিতে চলেছে দেশের ছোট বড় ২০টি রাজনৈতিক দলের প্রথম সারির নেতারা। যার নাম দেয়া হয়েছে সামাজিক ন্যায়বিচার সম্মেলন।

স্ট্যালিনের ডাকা সম্মেলনে যোগ দিচ্ছে তৃণমূল। চেন্নাইয়ে সামাজিক ন্যায়বিচার সম্মেলন অনুষ্ঠিত হবে।তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর আহব্বানে সোমবার এই সম্মেলন। সম্মেলনে যোগ দেবেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন যোগ দেবেন। বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতারা অংশ নেবেন। দেশের ছোট-বড় মোট ২০টি দলের নেতারা যোগ দেবেন সম্মেলনে। সম্মেলনে যোগ দিচ্ছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলাট, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন, আর জেডি নেতা তেজস্বী যাদব, সমাজবাদী নেতা অখিলেশ যাদব সহ বিজেপি বিরোধী নেতারা থাকবেন সম্মেলনে। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে টানা দু’দিন ধরনায় বসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর আহবানে সামাজিক ন্যায়বিচার সম্মেলন। যে সম্মেলনে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ উঠে আসবে। উঠে আসবে দেশের গণতন্ত্রকে বাঁচাতে বিজেপিকে হঠানোর ডাক। উঠে আসবে বিরোধী দলগুলোকে জোটবদ্ধ হয়ে লড়াই এর বার্তা। ডেরেক ওব্রায়েনের কথায়, আমাদের এখন অনেকটা রাস্তা সামনে চলতে হবে।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট