বেহালা পশ্চিমে আবারো পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চোর তারাও বেহালা বাঁচাও লেখা বড় বড় পোস্টার লাগানো হয়েছে। এবং তার নিচে লেখা রয়েছে পরিষেবা কোথায় পাই এলাকার বিধায়ক নাই চোর বিধায়কের পদত্যাগ চাই। আগে ও বেহালা পশ্চিমে সিপিএমের তরফ থেকে এরকম পোস্টার গুলো লাগানো হয়েছিল। এবার বেলা পশ্চিমের সরসুনা কাষ্ঠডাঙ্গা এলাকার গলিতে গলিতে,বাজারে, দোকানের সামনে ভরিয়ে দেওয়া হয়েছে সিপিএম এর তরফ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এই পোস্টার গুলি।
চোর তারাও বেহালা বাঁচাও লেখা বড় বড় পোস্টার
সোমবার,০৩/০৪/২০২৩
394