কলকাতার মেয়ো রোডে উল্টে গেল মিনিবাস। এই দুর্ঘটনায় আহত হয়েছেন বহু যাত্রী। তাদের মধ্যে আশঙ্কাজনক বেশ কয়েকজন। আহতদের এস এস কে এম হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অপর একটি বাসের সঙ্গে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে মিনিবাসটি। খেলনা গাড়ির মতো উল্টে যায়। মেটিয়াবুরুজ থেকে হাওড়া রুটের মিনিবাসটিতে যাত্রী ছিল ভর্তি। বাসের সকল যাত্রীই কমবেশি আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারাই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। আহত যাত্রীরা বলেন, চালকের দোষেই এই ঘটনা। বারবার তাকে গাড়ির গতি কমাতে বলা হলেও চালক কথা শোনেননি।
মিনিবাস উল্টে জখম বহু যাত্রী
শনিবার,০১/০৪/২০২৩
4499