বাঁকুড়ার কালীতলা এলাকায় প্রাচীন পরিত্যক্ত বাড়ির মধ্যে উদ্ধার হল কঙ্কাল। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিগত বেশ কিছুদিন ধরেই রাতের অন্ধকারে পরিত্যক্ত ওই বাড়িতে অদ্ভূত শব্দ শুনতে পাচ্ছিলেন প্রতিবেশীরা এমনটা সূত্রের খবর। স্থানীয়রা বাড়ির ভিতরে ঢুকে দেখেন ঘরের একটি খাটের উপর বেশ কিছু হাড়গোড় জড়ো করা রয়েছে বলে জানা গেছে। হাড়গোড়গুলি মানুষের, এই সন্দেহে পুলিশে খবর দিলে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাড়গোড়গুলি উদ্ধার করে। জেনে রাখা দরকার কালীতলার তিনতলা প্রাচীন বাড়িটি এলাকায় পরিচিত ছিল বন্দ্যোপাধ্যায় পরিবারের। কিন্তু পরিবারের সদস্যরা কলকাতা সহ দেশের বিভিন্ন স্থানে বসবাস করায়, তাঁদের বিশাল বাড়ি গত কয়েকবছর ধরেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। গত বেশ কিছুদিন ধরেই পরিত্যক্ত সেই বাড়ি থেকে মাঝেমধ্যেই অদ্ভূত সব শব্দ পাচ্ছিলেন প্রতিবেশীরা এমনটা স্থানীয় সূত্র থেকে জানা গেছে। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ওই বাড়িতে এখন অসামাজিক কাজকর্ম চলে দাবি করছেন স্থানীয়রা। ঘটনা কি ঘিরে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।
(Refurbished) Dell Optiplex High Performance Desktop Computer (Intel Core i5 3470/ 16 GB RAM/ 1 TB HDD + 256 GB SSD/ Windows 10 Pro/ MS Office/ Intel HD Graphics/ USB/ Ethernet/WiFi), Black
Now retrieving the price.
(as of রবিবার,৩০/০৩/২০২৫ ১৫:২৭ GMT +05:30 - More info)