BCCI ক্রিকেটারদের বার্ষিক চুক্তি গতকাল ঘোষণা করেছে। অধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, ছাড়া রবীন্দ্র জাদেজ, জসপ্রীত বুমরা A প্লাসে আছেন। এই চার ক্রিকেটারের বার্ষিক চুক্তির পরিমাণ সাত কোটি টাকা। গ্রেড A’তে হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ঋষভ পন্থ এবং অক্ষর প্যাটেল রয়েছেন। তাঁরা পাবেন পাঁচ কোটি টাকা। গ্রেড B’তে আছেন চেতেশ্বর পূজারা, লোকেশ রাহুল, শ্রেয়স আয়ার, মহম্মদ সিরাজ, সূর্য কুমার যাদব, শুভমন গিল। গ্রেড C’তে শিখর ধাওয়ান, উমেশ যাদব, শার্দুল ঠাকুরসহ ১১ জন ক্রিকেটার রয়েছেন। গ্রেড B’তে তিন এবং গ্রেড C’তে থাকা ক্রিকেটারদের বার্ষিক চুক্তির পরিমাণ এক কোটি টাকা।
BCCI ক্রিকেটারদের বার্ষিক চুক্তি গতকাল ঘোষণা
সোমবার,২৭/০৩/২০২৩
1160