বেঙ্গল প্রুভেন্সিয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ৩০ তম কনফারেন্স অনুষ্ঠিত হল কলকাতায়। ২৪ থেকে ২৬ মার্চ এই কনফারেন্স অনুষ্ঠিত হয় মহাজাতি সদনে। কেন্দ্রীয় সরকারের ব্যাঙ্ক বেসরকারিকরণ ও ব্যাঙ্ক সংযুক্তিকরণের নীতির প্রতিবাদ জানানো হয় সম্মেলন থেকে। কেন্দ্রীয় সরকার তাদের এই নীতি থেকে সরে না এলে দেশের অর্থনীতি বেহাল হয়ে পড়বে বলে মত প্রকাশ করেন তারা। বড়সড় ধাক্কা খাবে কর্মসংস্থানে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রতি দেশের সাধারণ মানুষের বিশ্বাস নষ্ট হবে। সাধারণ মানুষের জমা অর্থ অনিশ্চয়তার মুখে পড়বে বলে মত প্রকাশ করেন ব্যাঙ্ক কর্মকর্তাদের অনেকেই। এই সম্মেলনে ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের বিভিন্ন শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছিলেন ব্যাঙ্ক সংগঠনের কর্মকর্তারা। বেঙ্গল প্রুভেন্সিয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজেন নাগর এবং সভাপতি কমল ভট্টাচার্য সংগঠন পরিচালনার দিকনির্দেশ করেন। এই সম্মেলন থেকে একাধিক দাবি পেশ করা হয়। দাবিগুলির মধ্যে অন্যতম,
উন্নততর গ্রাহক পরিষেবা দেওয়ার স্বার্থে শূন্যপদ পূরণের দাবি।গ্রাহকদের আমানতের উপরে সুদের হার বৃদ্ধি করা, নিঃশুল্ক গ্রাহক পরিষেবা, গ্রাহক অ্যাকাউন্টে জিএসটি ও সার্ভিস চার্জ কাটা বন্ধ করা, গ্রাহক পরিষেবার স্বার্থে পরিকাঠামোর উন্নতি সহ একাধিক দাবি জানানো হয় সম্মেলন থেকে।মাঝারি, ক্ষুদ্র শিল্প, অগ্রাধিকার ক্ষেত্রে ও কৃষিতে দাদনের হার বাড়ানোর দাবি জানানো হয়। দাদন দেওয়ার পদ্ধতি সহজ করারও দাবী জানান ব্যাঙ্ক সংগঠনের কর্মকর্তারা।
এই সম্মেলন থেকে দাবি জানানো হয় ঠিকাদারি বর্জন করতে হবে। চুক্তি ভিত্তিক কর্মীদের ব্যাঙ্কে স্থায়ীকরণ করতে হবে। কেন্দ্রীয় সরকারের ব্যাঙ্ক বেসরকারিকরণ নীতির বিরোধিতা করা হয় এই সম্মেলন থেকে। দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক রক্ষা করার পক্ষে সওয়াল করেন সংগঠনের কর্মকর্তারা। তারা বলেন দেশের অর্থনীতির স্বার্থে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক রক্ষা করা জরুরী। সম্মেলন থেকে আওয়াজ তোলা হয় রাষ্ট্রত্ত্ব ব্যাংক বাঁচাও, দেশ বাঁচাও।
‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে শিক্ষার্থীদের ট্যাব বিতরণের টাকা দুর্নীতির অভিযোগে উত্তাল পশ্চিমবঙ্গ। বহু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা…
দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লক আজ উত্তাল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। বিজেপির ডাকে…
আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের জামুই জেলায় জনজাতীয় গৌরব দিবস উদযাপন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে…
মহারাষ্ট্র বিধানসভায় আগামী ২০শে নভেম্বর একদফায় নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। ঐ একই দিনে নান্দেথ…
পাহাড়ে সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিং-এর চৌরাস্তায় ‘সরস মেলা’র উদ্বোধন করবেন ।আগামীকাল তিনি যাবেন…
কলকাতা, ১০ নভেম্বর ২০২৪: অ্যাবাকাস প্রশিক্ষণের অন্যতম শীর্ষ সংস্থা, এসআইপি অ্যাকাডেমি, কলকাতার বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে…