Categories: রাজ্য

বীরভূমের সংগঠন দেখবে কোর কমিটি, কালীঘাটের বৈঠকে সিদ্ধান্ত

বীরভূম জেলার নেতৃত্বকে নিয়ে বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বীরভূম নেতৃত্বকে নিয়ে বৈঠক বসে। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ফিরহাদ হাকিম চন্দ্রিমা ভট্টাচার্য ও মলয় ঘটক উপস্থিত ছিলেন। বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল জেলবন্দজেলবন্দি। দিল্লির তিহার জেলে বন্দি রয়েছেন তিনি। অনুব্রতহীন বীরভূম জেলার সংগঠন দেখার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় কার হাতে দেবেন তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা ছিল। কোন নির্দিষ্ট একজনকে নয়, নয় জনের কোর কমিটি গঠন করে দিলেন মমতা। কমিটিতে আছেন জেলার দুজন সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল। এছাড়াও কমিটিতে জায়গা পেয়েছেন বিকাশ রায় চৌধুরী, কাজল শেখ, আশিস ব্যানার্জি, চন্দ্রনাথ সিনহা, অভিজিৎ সিনহা ও নরেন চক্রবর্তী। অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ফিরহাদ হাকিম ও মলয় ঘটককে। পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তীকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এদিনের বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমে যখন তখন মুখ খুলতে নিষেধ করেছেন তৃণমূল নেতাদের। নির্দিষ্ট করে দিয়েছেন দলের হয়ে সংবাদমাধ্যমে কথা বলবেন বিকাশ রায় চৌধুরী। এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছেন প্রতি সপ্তাহে কোর কমিটির সদস্যদের বৈঠকে বসতে হবে। প্রতি মাসে একবার করে জেলা কমিটির বৈঠক করার কথা বলেছেন তিনি। সূত্রের খবর এদিনের বৈঠকে কাজল শেখকে ধমক দেন তৃণমূল সুপ্রিমো। বৈঠকে মমতা বলেন, ” তুই বেশি কথা বলছিস। এরপর শোকজ করব।” যেহেতু অনুব্রত মণ্ডল জেলায় নেই সেজন্য সকল নেতাদের একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কথা বলেছেন মমতা। সংগঠনকে আরো মজবুত করতে হবে, আরো শক্তিশালী করতে হবে। এদিনের বৈঠকে জেলার সব নেতাদের মমতা নির্দেশ দেন রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের প্রচারে অংশ নিতে হবে। আরো বেশি করে জনসংযোগ বাড়াতে হবে। জনপ্রতিনিধিদের মানুষের সঙ্গে আরো বেশি করে সম্পর্ক গড়ে তোলার নির্দেশ দিয়েছেন দলনেত্রী। সাধারণ মানুষ যেন কারো কাছ থেকে ফিরে না যান তা প্রত্যেককে দেখতে হবে। বিরোধী রাজনৈতিক দলের অপপ্রচারের বিরুদ্ধে লাগাতার কর্মসূচি জারি রাখার নির্দেশ দিয়েছেন মমতা।
অনুব্রত মণ্ডল জেলা সভাপতি পদে থাকছেন। এই মুহূর্তে নতুন কোন জেলার সভাপতি করা হবে না। বৈঠক শেষে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, কোন ঘোষণা যখন হয়নি, যিনি সভাপতি পদে আছেন তিনিই আছেন।

admin

Share
Published by
admin

Recent Posts

চীনা মাস্টার্স ব্যাডমিন্টন: সেমিফাইনালে ভারতের চিরাগ শেট্টি ও সাত্তিক সাইরাজ রণকি রেড্ডি

চীনের সেনজেনে আজ চীনা মাস্টার্স ব্যাডমিন্টনের সেমিফাইনালে ভারতের চিরাগ শেট্টি ও সাত্তিক সাইরাজ রণকি রেড্ডি…

7 hours ago

গোয়ায় চলছে ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব: তৃতীয় দিনের আকর্ষণ

গোয়ায় জমকালো পরিবেশে চলছে ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ইফি)। চলচ্চিত্রপ্রেমীদের জন্য এই উৎসব এক অনন্য…

7 hours ago

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক এজেন্ডা: ধনকুবের স্কট বেসেন্ট ট্রেজারি সেক্রেটারি হিসেবে মনোনীত

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে ধনকুবের স্কট বেসেন্টকে ট্রেজারি সেক্রেটারি…

7 hours ago

তথ্য সুরক্ষা সুনিশ্চিত করতে নতুন আইনি রূপরেখা আনতে চলেছে ভারত সরকার: পীযূষ গোয়েল

তথ্য সুরক্ষার বিষয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন,…

1 day ago

জ্ঞানভাপী মসজিদ: ওজুখানায় শিবলিঙ্গের দাবিতে মসজিদ কমিটির বক্তব্য তলব

জ্ঞানভাপী মসজিদের ওজুখানায় শিবলিঙ্গ থাকার দাবিতে হিন্দু পুণ্যার্থীদের আবেদনের প্রেক্ষিতে আদালত মসজিদ কমিটির অবস্থান জানতে…

1 day ago

বঙ্গে ঘূর্ণিঝড় ফেঙ্গালের প্রভাব: আংশিক মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস

কলকাতা, ২২ নভেম্বর ২০২৪:বঙ্গোপসাগরে তৈরি হতে চলা ঘূর্ণিঝড় ফেঙ্গাল পশ্চিমবঙ্গের আবহাওয়ায় প্রভাব ফেলতে শুরু করেছে।…

1 day ago