চাকরি দুর্নীতি নিয়ে বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়। আদালতে ঢোকার সময় মুখ খোলেন পার্থ।পার্থর মুখে এবার বিরোধীদের নাম। সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ ও শুভেন্দুর নাম। পার্থর বক্তব্যে শুরু রাজনৈতিক শোরগোল।চাকরি দুর্নীতির তদন্ত চলাকালীন নয়া বিতর্ক। পার্থর এই বক্তব্য অন্য মাত্রা পেল। এবার কী আগের আমলের দুর্নীতি সামনে আসবে? প্রশ্ন বিভিন্ন মহলে।
দুর্নীতি নিয়ে বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়
বৃহস্পতিবার,২৩/০৩/২০২৩
395