Categories: রাজ্য

মমতা বন্দ্যোপাধ্যায়ের কলিঙ্গ সফর, বিকল্প জোটের নয়া দিশা

বিকল্প জোটের নয়া দিশা। অখিলেশ যাদবের পর নবীন পট্টনায়ক। একেবারে আতসকাচের তলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কলিঙ্গ সফর। মঙ্গলবারই ওড়িশায় এসেছেন তিনি। বুধবার শ্রীক্ষেত্রে জগন্নাথদেবের মন্দিরে পুজো দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। কল্যাণ কামনা করলেন রাজ্যবাসীর। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের জগন্নাথ দর্শন ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছিল ওড়িশা প্রশাসন। অতি জনপ্রিয় তৃণমূল নেত্রীকে ঘিরে ভিড়ের কথা মাথায় রেখেই এতটা কড়াকড়ি।
বৃহস্পতিবার ভুবনেশ্বরে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করবেন মমতা। ওইদিনই কলকাতায় ফিরবেন তৃণমূল নেত্রী।
বৃহস্পতিবারের সম্ভাব্য বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে। কী হতে চলেছে বৈঠকে? কী হবে আলোচনার বিষয়? এইসব প্রশ্নেই ঘুরপাক খাচ্ছে জাতীয় রাজনীতি।
আসলে, জল্পনাকে দোষ দেওয়া যায় না। ওড়িশা সফরের প্রাক মুহূর্তে, দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে, সংক্ষিপ্ত সফরের মূল সুরটি বেঁধে দিয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। সে-সুর কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে। সে-সুর কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে। সেই সুর সম্ভাব্য তৃতীয় ফ্রন্টের।


অর্থাৎ, বিভিন্ন প্রকল্পে টাকা আটকে রাখার কেন্দ্রীয় আচরণের বিরুদ্ধে ২৯ মার্চ দুপুর বারোটা থেকে বি আর আম্বেদকরের মূর্তির সামনে ধরনায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধরনা চলবে পরের দিন সন্ধে পর্যন্ত। মুখ্যমন্ত্রী হিসেবেই তিনি যে ধরনায় বসবেন, তাও পরিষ্কার করে দিয়েছেন। জানিয়েছেন, ধরনার পরও জেলায় জেলায় ব্লকে ব্লকে এই নিয়ে কর্মসূচি পালন করবে তৃণমূল। খেয়াল করবেন, কেন্দ্রীয় বঞ্চনার কথা বলতে গিয়ে, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের আচরণকে মুখ্যমন্ত্রী ‘ডিক্টেটারশিপ’ হিসেবে দাগিয়ে দিয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাংবাদিকদের সামনে এই বক্তব্য পেশ করছেন, তার ক’দিন আগেই বাংলায় এসেছিলেন সমাজবাদী পার্টি-প্রধান অখিলেশ সিং যাদব। তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দেখাও করেছেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যথেচ্ছ অপপ্রয়োগ নিয়ে, তোপ দেগেছেন বিজেপির বিরুদ্ধে। ২৪-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে, অ-কংগ্রেসী বিজেপি-বিরোধী জোটের পরিকল্পনাও শোনা গিয়েছে তাঁর মুখে।
এর দিন-কয়েক যেতে না যেতে, মমতার ওড়িশা সফর। পুরীর মন্দিরে পুজো দেওয়ার পর, এখন বৃহস্পতিবারের মমতা-নবীন বৈঠকের অপেক্ষা। পশ্চিমবঙ্গ সহ দেশের ১৯ রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সুর ক্রমশ চড়া হচ্ছে মোদী-বিরোধীদের। চড়া হওয়ার পাশাপাশি তৈরি হয়েছে নানা সুরের ঐকতান হয়ে ওঠার সম্ভাবনাও। মমতা বন্দ্যোপাধ্যায় এ-রাজ্যের প্রেক্ষাপটে সেই কেন্দ্রীয় বঞ্চনাকে ইস্যু করেই ধরনা কর্মসূচি ঘোষণা করেছেন। ফলে ঐকতানের তৃতীয় ফ্রন্ট খুব অসম্ভব নয় আর। তাতে কি সামিল হবে নবীনের সুরও? কান পেতে রয়েছেন বিশেষজ্ঞরা। রাজ্যে রাজ্যে নয়া বার্তা। বিজেপি সরকারকে হটানোর বার্তা। আর সেই লক্ষ্যে কলিঙ্গ সফরে বিরোধী মুখ মমতা বন্দ্যোপাধ্যায়!

admin

Share
Published by
admin

Recent Posts

চীনা মাস্টার্স ব্যাডমিন্টন: সেমিফাইনালে ভারতের চিরাগ শেট্টি ও সাত্তিক সাইরাজ রণকি রেড্ডি

চীনের সেনজেনে আজ চীনা মাস্টার্স ব্যাডমিন্টনের সেমিফাইনালে ভারতের চিরাগ শেট্টি ও সাত্তিক সাইরাজ রণকি রেড্ডি…

6 hours ago

গোয়ায় চলছে ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব: তৃতীয় দিনের আকর্ষণ

গোয়ায় জমকালো পরিবেশে চলছে ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ইফি)। চলচ্চিত্রপ্রেমীদের জন্য এই উৎসব এক অনন্য…

6 hours ago

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক এজেন্ডা: ধনকুবের স্কট বেসেন্ট ট্রেজারি সেক্রেটারি হিসেবে মনোনীত

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে ধনকুবের স্কট বেসেন্টকে ট্রেজারি সেক্রেটারি…

7 hours ago

তথ্য সুরক্ষা সুনিশ্চিত করতে নতুন আইনি রূপরেখা আনতে চলেছে ভারত সরকার: পীযূষ গোয়েল

তথ্য সুরক্ষার বিষয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন,…

1 day ago

জ্ঞানভাপী মসজিদ: ওজুখানায় শিবলিঙ্গের দাবিতে মসজিদ কমিটির বক্তব্য তলব

জ্ঞানভাপী মসজিদের ওজুখানায় শিবলিঙ্গ থাকার দাবিতে হিন্দু পুণ্যার্থীদের আবেদনের প্রেক্ষিতে আদালত মসজিদ কমিটির অবস্থান জানতে…

1 day ago

বঙ্গে ঘূর্ণিঝড় ফেঙ্গালের প্রভাব: আংশিক মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস

কলকাতা, ২২ নভেম্বর ২০২৪:বঙ্গোপসাগরে তৈরি হতে চলা ঘূর্ণিঝড় ফেঙ্গাল পশ্চিমবঙ্গের আবহাওয়ায় প্রভাব ফেলতে শুরু করেছে।…

1 day ago