‘জমি দেখুন্তি, খুশি আছুন্তি, নবীনজির সঙ্গে মিলুন্তি’। পুরীতে ‘বাংলা নিবাস’ জমি দেখে ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।পুরী বাঙালির অন্যতম প্রিয় পর্যটনকেন্দ্র। সারা বছর পুরীতে ঘুরতে যায় রাজ্যের মানুষ। পুজো দিতে যান পুরীর জগন্নাথ মন্দিরে। সেখানে এবার গড়ে উঠবে বাংলার অতিথিনিবাস। এতদিন সেখানে পশ্চিম বঙ্গ সরকারের কোন অতিথিনিবাস ছিল না। পুরীতে অতিথিনিবাস গড়ার উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী। ওড়িশা সফরে গিয়ে নিজে জমি দেখেছেন। জমি পছন্দ হয়েছে মুখ্যমন্ত্রীর। এবার সেখানে গড়ে উঠবে বাংলার অতিথিনিবাস। এবার সেখানে থাকতে পারবে রাজ্যের মানুষ।হোটেলে থাকা নিয়ে আর চিন্তা করতে হবে না। বুধবার পুরীর জগন্নাথ মন্দির পুজো দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মা-মাটি-মানুষের জন্য পুজো দিয়েছেন। জগন্নাথ মন্দিরের জন্য ধ্বজ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর দেওয়া ধ্বজ মন্দিরের মাথায়।পুরীতে এবার রাজ্যের নিজস্ব অতিথিনিবাস। আর সমস্যায় পড়তে হবে না মানুষকে। দ্রুত গড়ে উঠতে চলেছে অতিথিনিবাস।রাজ্যের মানুষের জন্য মুখ্যমন্ত্রীর উদ্যোগ। এদিন পুজো দেওয়ার পর পর অতিথি নিবাস গড়ে তোলার জন্য চিহ্নিত জমি পরিদর্শনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। জমি দেখে খুশি বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন রাজ্যের পূর্ত দপ্তরের আধিকারিকরা। দ্রুত অতিথি নিবাস গড়ে তোলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
দিল্লির বঙ্গভবনের আদলে পুরীতে বাংলার গেস্ট হাউস
বুধবার,২২/০৩/২০২৩
360