পুরীর জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেওয়ার পর সোস্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, মা মাটি মানুষের সরকারের পক্ষ থেকে প্রভু জগন্নাথের ঐশ্বরিক আশীর্বাদ কামনা করলাম। এমন একটি পবিত্র ও লালিত সাংস্কৃতিক স্থানের উপস্থিতিতে এটি একটি বিশেষ সুযোগ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন, পশ্চিমবঙ্গ সরকারের আসন্ন অতিথিশালা নির্মাণে পুরীতে প্রস্তাবিত জায়গা পরিদর্শনকালে আমিও করি। গেস্ট হাউস পুরীতে পর্যটক এবং দর্শকদের সুবিধাজনক থাকার ব্যবস্থা করবে এবং পাশাপাশি দুটি রাজ্যের মানুষের মধ্যে আন্তঃসাংস্কৃতিক বিনিময় এবং সহযোগিতার জন্য একটি কেন্দ্র হিসাবে কাজ করবে। মমতা বলেন, আমি আত্মবিশ্বাসী যে এই গেস্ট হাউস শুধুমাত্র দর্শকদের জন্য বাড়ি থেকে দূরে নয় বরং আরও পর্যটনও লালন করবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই সফর দুই রাজ্যের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে।
পুরীতে মা মাটি মানুষের নামে সংকল্প করে পুজো দিলেন মুখ্যমন্ত্রী
বুধবার,২২/০৩/২০২৩
686