দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্টে (এএসপি) টাকার বিনিময়ে অস্থায়ী চাকরি দেওয়ার অভিযোগে এলাকাবাসী একজন আইএনটিইউসি নেতাকে মঙ্গলবার দুপুরে এলাকার একটি গাছের সাথে বেঁধে রাখে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এএসপিতে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আইএনটিইউসি নেতা কর্মীরা অস্থায়ী নিয়োগ করছে। সেই মত এলাকার বাসিন্দারা বিষয়টির ওপর নজরদারি শুরু করে। মেনগেট এলাকার এক যুবক চাকরির জন্য অভিযুক্ত নেতা শান্তনু মুখার্জিকে ২ লক্ষ ৬০ হাজার টাকা দেয় বলে অভিযোগ। সেই মত চাকরি প্রার্থী আকাশ পাণ্ডে অস্থায়ী চাকরি পেয়ে এদিন কাজে যোগ দিতে এএসপিতে আসে। তখনই এলাকার বাসিন্দারা তাকে ধরে গেটপাস কেড়ে নেই। আকাশ পাণ্ডে আইএনটিইউসি নেত সুশান্ত মুখার্জিকে টাকা দেওয়ার কথা শিকার করে নেই। এর পরেই এলাকাবাসী সুশান্ত মুখার্জিকে ধরে এনে এলাকার গাছে বেঁধে রাখে। সেও টাকা নেওয়ার কথা শিকার করে। সে জানাই পার্টি ফান্ডের জন্য টাকা নেওয়া হয়েছে। ঘটনাস্থলে ফরিদপুর ফাঁড়ির পুলিশ এসে অভিযুক্ত আইএনটিইউসি নেত সুশান্ত মুখার্জিকে আটক করে নিয়ে যায়।
চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, নেতাকে গাছে বেঁধে প্রহার
মঙ্গলবার,২১/০৩/২০২৩
466