হামলার শিকার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ডিএ আন্দোলনকারীদের ধর্ণা মঞ্চে গিয়েছিলেন তিনি। আন্দোলনকারীদের সমর্থনে তিনিও বসেছিলেন ধর্ণায়।একদিনের প্রতীকি অনশনে সামিল হয়েছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি অনশন কর্মসূচি ছিল নওশাদ এর।
দুপুর প্রায় ২:৪৫ নাগাদ অনশন মঞ্চে, নওশাদ সিদ্দিকীর বক্তৃতা শেষে, এক অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি এসে নওশাদ সিদ্দিকীকে বলেন – ‘সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আপনি কি করেছেন? এরপরই বিধায়কের গায়ে হাত দেয় ওই ব্যক্তি। মঞ্চে ঠেলা দেয় নওশাদকে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ধর্না মঞ্চে। ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। ছোটাছুটি শুরু করে দেন আন্দোলনকারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের প্রত্যেকটি সরকারি কর্মচারীদের দাবি, উনি সংগ্রামী যৌথ মঞ্চের কেউ নন।
তবে কেন সে নওশাদ সিদ্দিকীর গায়ে হাত দিল? সংগ্রামী যৌথ মঞ্চের কেউ না হলে তিনি আসলেন কেন? বিভিন্ন প্রশ্ন সামনে ঘোরাফেরা করছে।
ইতিমধ্যে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে থানায় গিয়ে এফআই করা হচ্ছে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে পুলিশ আটক করেছে।
ময়দান থানায় নিয়ে যাওয়া হয়েছে অভিযুক্তকে। চলছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। কেন কি উদ্দেশ্যে ওই ব্যক্তি ধরনা মঞ্চে উপস্থিত হয়েছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। হঠাৎ করে কেন নওশাদের উপর সে হামলা চালালো তাও খতিয়ে দেখছে। এর পিছনে কোন ব্যক্তিগত শত্রুতা বা রাজনৈতিক শত্রুতা আছে কিনা তা তদন্ত করে দেখছে তদন্তকারী অফিসাররা। নওশাদের অভিযোগ আন্দোলনকারীদের ওপর হামলা চালাতেই ওই ব্যক্তি সেখানে এসেছিল। আন্দোলনকারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোহাল আজ বেজিংয়ে, ভারত- চায়না বিশেষ প্রতিনিধি স্তরের আলোচনায় অংশ নেবেন।…
আগামী বছরের জানুয়ারি মাস থেকে ভারতীয় নাগরিকরা শ্রীলঙ্কায় বিনা শুল্কে ভিসা পাবেন। ৩৯ টি দেশের…
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সী’- NTA, আগামী বছর থেকে শুধুমাত্র প্রতিযোগিতামূলক প্রবেশিকা…
বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে এবারের গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।…
রাজ্য সরকারের উদাসীনতার কারণে ন্যাশনাল ‘ব্যাম্বু মিশন’ অভিযানের কাজ এই রাজ্যে এগোয়নি বলে কেন্দ্রীয় শিক্ষা…
সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া SEBI জানিয়েছে, কোনো ব্যক্তি বিনিয়োগ সংক্রান্ত উপদেশ দিতে চাইলে…