আফ্রিকার মালাউই, মোজাম্বিক এবং মাদাগাস্কারে ক্রান্তীয় ঘূর্ণিঝড় ফ্রেডির দাপটে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৭০ ছাড়িয়েছে। এক মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার দক্ষিণ আফ্রিকি উপকূলে ফ্রেডি আছড়ে পড়েছে। প্রবল বর্ষণের কারণে, ত্রাণ ও উদ্ধারকাজ ব্যহত হয়েছেন। বিশেষজ্ঞদের মতে, গত দু দশকের মধ্যে আফ্রিকা মহাদেশে আছড়ে পড়া এটি অন্যতম সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড়। মালাউইতে ঝড়ের তাণ্ডবে এপর্যন্ত ২২৫ জনের মৃত্যু হয়েছে, আহত ৭০৭ জন। একটানা প্রবল বর্ষণে বন্যার ফলে ভেসে গিয়েছে বহু বাড়ি। প্রতিকূল আবহাওয়ার কারণে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ তথ্য এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে মালাউই সরকার। তবে প্রায় ১৯ হাজার মানুষ গৃহহীন বলে আশঙ্কা করা হচ্ছে। পার্শ্ববর্তী মোজাম্বিকেও মৃতের সংখ্যা বেড়ে ২১ হয়েছে।
ঘূর্ণিঝড় ফ্রেডি অস্ট্রেলিয়ার উপকূলে গঠিত হওয়ার পর দক্ষিণ ভারত মহাসাগর অতিক্রম করে ৮০০০ কিলোমিটার পাড়ি দিয়ে ফেব্রুয়ারির শেষের দিকে মাদাগাস্কার এবং মোজাম্বিকে আঘাত হানে। পরবর্তীকালে সেটি আবার শক্তি বাড়িয়ে মোজাম্বিক উপকূলে আঘাত হানে।
ঘূর্ণিঝড় ফ্রেডির দাপটে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৭০ ছাড়িয়েছে
বৃহস্পতিবার,১৬/০৩/২০২৩
460