বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন সুস্মিতা সেন


বুধবার,০৮/০৩/২০২৩
395

বলিউড ডিভা সুস্মিতা সেন বর্তমানে সুস্থ আছেন – এমনটাই তিনি নিজে জানিয়েছেন। যদিও একটা সময় তার নামটি ভক্ত কুলের কানে আসতেই তাদের হৃদয়ের স্পন্দন বেড়ে যেতো। অথচ মাঝে খোদ সুস্মিতার নিজের হৃদয়ই ভালো যাচ্ছিল না। হৃদয় নিয়ে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হার্ট অ্যাটাকের খবর দিয়েছিলেন প্রাক্তন মিস ইউনিভার্স বলি তারকা সুস্মিতা সেন। হার্ট অ্যাটাকের পর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে তার হৃদয়ে, বসেছে স্টেন্টও। ঘটনার দু’দিন পর নিজেই এই খবর জানান। আর এই খবর প্রকাশ্যে আসতেই ভক্তসমাজে তাদের প্রিয় তারকাকে নিয়ে চিন্তার ঝড় ওঠে। সেই ঝড় থামানোর দায়িত্বও নিজেই নিয়েছেন সুস্মিতা। শনিবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাস্থ্যের আপডেট দেন তিনি।

ইনস্টাগ্রাম লাইভে সুস্মিতা বলেন, আমি বেশ বড়সড় হার্ট অ্যাটাকের হাত থেকে রক্ষা পেয়েছি। মূল ধমনীতে ৯৫ শতাংশ ব্লকেজ ছিল। আমাকে সুস্থ করে তোলার জন্য চিকিৎসকদের কাছে আমি কৃতজ্ঞ। কার্ডিয়োলজিস্ট আমাকে বলেছেন আমার হৃদয় নাকি সত্যিই বেশ বড়, আমি তাই সেই হৃদয়কে আনন্দে ও সাহসে ভরিয়ে রাখতে চাই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট