সবুজ বিকিনিতে সমুদ্রের নীল জলে, জলপরী হয়ে ধরা দিলেন ঋতাভরী


মঙ্গলবার,০৭/০৩/২০২৩
396

জানুয়ারির ২৫ তারিখে বিশ্বের একশোটি দেশে মুক্তি পেয়েছিল ‘পাঠান’ ছবিটি। কিন্তু এই ছবির গান ‘বেশরম রং’ ঘিরে তৈরি হয়েছিল তুমুল বিতর্ক। বিশেষত গেরুয়া বিকিনিতে দীপিকাকে দেখে কম সমালোচনার জন্ম হয়নি। কিন্তু এত বিতর্কের পরেও এই গানে বুঁদ গোটা বিশ্ব। আমজনতা থেকে তারকা – সবাই মজেছেন এই গানে। রিল ভিডিওতে ব্যাপক ভাইরাল এই গান।
এবার সেই গানেই ধরা দিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। তবে তিনি গেরুয়া বিকিনিতে নয়, সবুজ বিকিনিতে সমুদ্রের নীল জলে, জলপরী হয়ে ধরা দিলেন। একটি ক্যালেন্ডার শুটে মুহূর্তে ফ্রেমবন্দি হয়েছেন এই অভিনেত্রী। লিখলেন, ওয়াটার বেবি।
সমুদ্রের নীল জলরাশির মাঝে এই রূপে ঋতাভরীকে দেখে মন্তব্যের বন্যা। কেউ লিখেছেন, আপনার চাউনিতেই তো মরে যাবো। সমু্দ্রের জলে তো আগুন লাগিয়ে দিয়েছেন। কেউ আবার লিখেছেন অসাধারণ। আবার এক জনের মন্তব্য – মনেও আগুন ধরে গেলো।
আবারও নিজের পুরনো চেহারায় ফিরছেন ঋতাভরী। আন্তর্জাতিক নারী দিবসে আসতে চলেছে তার আগামী ছবি ‘ফাটাফাটি’। যে ছবির জন্য অনেকটা ওজনও বাড়াতে হয়েছিল তাকে। ওই ছবির কাজের সময় নিজের বাড়তি ওজন নিয়েও তাকে কম কথা শুনতে হয়নি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট