দোলযাত্রা ও হোলি উপলক্ষ্যে আগামীকাল ও বুধবার কলকাতা মেট্রো রেলেও কম ট্রেন চলবে। দোলের দিন কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে প্রথম মেট্রো সকাল ৬ টা ৫০ মিনিটের পরিবর্তে দুপুর আড়াইটায় ছাড়বে।তবে শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকছে। ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা শুরু হবে, বিকেল তিনটেয়। দুই প্রান্তিক স্টেশন থেকে শেষট্রেন ছাড়বে রাত ৮ টায়। জোকা-তারাতলা রুটে দোলের দিন মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।হোলির দিন নর্থ-সাউথ করিডরে আপ ডাউন মিলিয়ে ১৮৮ টি ট্রেন চলবে।ইস্ট-ওয়েস্টে ওই দিন চলবে ৯০ টি ট্রেন। তবে প্রথম ও শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকছে।
দোলযাত্রা ও হোলি উপলক্ষ্যে আগামীকাল ও বুধবার কলকাতা মেট্রো রেলেও কম ট্রেন
সোমবার,০৬/০৩/২০২৩
629