প্লাস্টিক দূষণ রুখতে অভিনব প্রয়াস নিল উত্তর দিনাজপুর জেলাপ্রশাসন। ইটের বিকল্প তৈরি করছে প্লাস্টিক। প্লাস্টিক দূষণ। যা বর্তমানে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে। প্লাস্টিক দূষণ হলো পরিবেশ কর্তৃক প্লাস্টিক পদার্থের ব্যবহার প্লাস্টিক দূষণের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে ক্রমাগত। পলিথিন ব্যাগ, কসমেটিক প্লাস্টিক, গৃহস্থালির প্লাস্টিক কিংবা বাণিজ্যিক কাজে ব্যবহৃত প্লাস্টিক পণ্যের বেশিরভাগ পুন চক্রায়ন হয় না। এগুলো পরিবেশ থেকে বর্জ্যের আকার নেয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকারিভাবে ক্ষতিকারক প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তারপরও অনেক ক্ষেত্রে দেখা যায় অসচেতনতার চিত্র। পরিবেশে ছড়িয়ে থাকা প্লাস্টিককে একত্রিত করে ইকো ব্রিক তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে সেই কর্মসূচি গ্রহণ করে রায়গঞ্জের কর্ণজোড়ায় সূর্যোদয় মূক ও বধির হোম-এর আবাসিক ছেলে-মেয়েরা।
প্লাস্টিক দূষণ রুখতে অভিনব প্রয়াস নিল উত্তর দিনাজপুর জেলাপ্রশাসন
শনিবার,০৪/০৩/২০২৩
912