৭১ তম ডোভারলেন সঙ্গীত সম্মেলনের সূচনা হয়েছে গতকাল। নজরুল মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম। ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার সহ বিশিষ্টরা। এবছর ডোভারলেন সঙ্গীত সম্মান পেয়েছেন বেনারস ঘরানার বিশিষ্ট তবলা বাদক পন্ডিত কুমার বোস। প্রথম দিন সঙ্গীত পরিবেশন করেন ওস্তাদ রশিদ খান। ছিল প্রখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী সুজাতা মহাপাত্রের অনুষ্ঠান। আজ সারারাতের শাস্ত্রীয় সঙ্গীতের এই আসরে পন্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, পরভিন সুলতানা, ওস্তাদ শহীদ পারভেজ খান সহ দেশের বহু বিশিষ্ট শিল্পী উপস্থিত থাকবেন।
৭১ তম ডোভারলেন সঙ্গীত সম্মেলনের সূচনা
সোমবার,২৩/০১/২০২৩
2933