মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের কারণে মাধ্যমিকের পর এবার হাই মাদ্রাসার পরীক্ষার দিনও বদলে দেওয়া হল। ফেব্রুয়ারির ২৭ তারিখ হাই মাদ্রাসার দ্বিতীয় ভাষার পরীক্ষা হওয়ার কথা ছিল। এখন ওই পরীক্ষা হবে ৯ মার্চ। তবে পরীক্ষাকেন্দ্র এবং সময়ের কোনও পরিবর্তন হয়নি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পরীক্ষার সূচিও বদলানো হয়েছে। ২৮শে জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারির মধ্যে যে পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল, সেগুলির নতুন দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৮, ৩০, ৩১ জানুয়ারি এবং ১, ২ ও ৩ ফেব্রুয়ারির পরীক্ষাগুলি এখন যথাক্রমে ১০, ১১, ১৩, ১৫, ১৬ এবং ১৭ ফেব্রুয়ারি নেওয়া হবে।
মাধ্যমিকের পর এবার হাই মাদ্রাসার পরীক্ষার দিনও বদল
রবিবার,২২/০১/২০২৩
501