বস্তাতে মুদ্রিত সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্যেই সার বিক্রয়ের দাবিতে কৃষকরা


মঙ্গলবার,১৭/০১/২০২৩
11113

বস্তাতে মুদ্রিত সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্যেই সার বিক্রয়ের দাবিতে পথ অবরোধ করল কৃষকরা। আজ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের খালিনা বাজারের একটি সারের দোকানে বেশ কিছু কৃষক জমায়েত হয়ে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্যে সার কেনার চেষ্টা করলে দোকানদার সার বিক্রয়ে অস্বীকার করেন। কৃষকরা রাস্তায় বসে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন।ব্লকের অতিরিক্ত কৃষি অধিকর্তা ঘটনাস্থলে পৌঁছন এবং কৃষকদের দাবি মত সেই দোকান থেকেই বস্তায় মুদ্রিত মূল্যেই সার বিক্রয় করা হয়। সেইসঙ্গে কৃষি আধিকারিকরা কৃষকদের আশ্বাস দেন যে, তিন দিনের মধ্যে কৃষকদের সাথে আলোচনায় বসে সার সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে।
উল্লেখ্য, ইফকো সংস্থার এক বস্তা ১০-২৬-২৬ সারের খুচরো বিক্রয় মূল্য ১৪৭০ টাকা, কিন্তু খোলা বাজারে কালোবাজারিতে এই সারটি ১৮০০ থেকে ১৯০০ টাকাতে বিক্রি হচ্ছে।সারের কালোবাজারি রোধে কৃষক সংগঠন AIKKMS এই আন্দোলন চালিয়ে যাচ্ছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট