দিল্লী বিধানসভায় আজ থেকে তিনদিনের অধিবেশন শুরু


মঙ্গলবার,১৭/০১/২০২৩
275

দিল্লী বিধানসভায় আজ থেকে তিনদিনের অধিবেশন শুরু হয়েছে। শহরে বায়ু দূষন নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তার কথা উল্লেখ করে বিজেপি বিধায়করা মাস্ক লাগিয়ে এবং অক্সিজেন সিলিন্ডার নিয়ে বিধানসভায় যান। অধ্যক্ষ রাম নিবাস গেওল এই ঘটনাকে কক্ষের পরিপন্থী বলে উল্লেখ করে বিজেপি বিধায়কদের সিলিন্ডার সরিয়ে নিয়ে যেতে বলেন। পরে বিভিন্ন বিষয়ে সরকার পক্ষের সঙ্গে বিরোধী বিধায়কদের বাদানুবাদে অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। দিল্লীর উপরাজ্যপাল ভি কে সাক্সেনার সঙ্গে আম আদমী পার্টির সংঘাতের উল্লেখ করে আপ বিধায়করা ওয়েলে নেমে আসেন। চিত্কার চেঁচামেচির মধ্যে অধ্যক্ষ সভার কাজ আগামীকাল পর্যন্ত মুলতুবি করে দেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট