বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূস গোয়েল বলেছেন, সরকারি ব্যবস্থাপনা ও কার্যকারিতার দক্ষতা বাড়ানোর জন্য লাগাতার নতুন ও উন্নত ধারণা গড়ে তুলতে সরকার বর্তমানে স্টার্ট আপের মত চিন্তাভাবনা করছে। নতুন দিল্লীতে গতকাল ২০২২ সালের ‘জাতীয় স্টার্ট আপ পুরস্কার’ প্রদান করে শ্রী গোয়েল, সরকারের সঙ্গে বিভিন্ন শিল্প সংস্থার সংযুক্তিকরণের জন্য স্টার্টআপগুলির আরো উন্নত ডাটাবেস তৈরী করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
জাতীয় স্টার্ট আপ পুরস্কার
মঙ্গলবার,১৭/০১/২০২৩
893