রাজ্যে মিড ডে মিলের বর্তমান পরিস্থিতি এবং পরিকাঠামো খতিয়ে দেখতে আগামী শুক্রবার রাজ্যে আসছে কেন্দ্রীয় দল। সেখানে রাজ্য সরকারের তরফে দু’জন প্রতিনিধিকে রাখা হয়েছে। শিক্ষা দপ্তরের জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, সমগ্র শিক্ষা প্রকল্পের অধিকর্তা শুভ্র চক্রবর্তী এবং মিড ডে মিলের দায়িত্বে থাকা তপন অধিকারী এই দলে থাকবেন। কেন্দ্রীয় দলটি, মিড ডে মিলের মান সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখবে।
আগামী শুক্রবার রাজ্যে আসছে কেন্দ্রীয় দল
মঙ্গলবার,১৭/০১/২০২৩
1450