উত্তুরে হাওয়ায় ভর করে দক্ষিণবঙ্গে আবারও শীতের আমেজ


মঙ্গলবার,১৭/০১/২০২৩
985

উত্তুরে হাওয়ায় ভর করে দক্ষিণবঙ্গে আবারও শীতের আমেজ। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ২ ডিগ্রী ওপরে, ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও গতকালের তুলনায় তা কিছুটা কমেছে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ২ ডিগ্রী।

সর্বোচ্চ তাপমাত্রা ও গতকাল এক ধাক্কায় ২৬ দশমিক ২ ডিগ্রী থেকে ২৩ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াসে নেমে আসে। স্বাভাবিকের তুলনায় যা ২ ডিগ্রী নীচে।আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় উপ-মহানির্দেশক ডক্টর সঞ্জীব বন্দোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন, আগামী ২-৩ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা মোটামুটি এরকমই থাকবে। তবে, উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা নামবে।

পশ্চিমী ঝঞ্ঝার জেরে বুধবার ১৮-ই জানুয়ারী দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট