রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা মত গঙ্গাসাগর পুন্ন ভূমিতে শুরুহলো হলো সন্ধ্যা আরতি। এক বর্ণাঢ্য শোভাযাত্রা যাত্রার মধ্যে দিয়ে শুরু হয় এই সন্ধ্যা আরতি। আর এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা, দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা, উপস্থিত ছিলেন সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার ভাস্কর মুখার্জি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মূলত এই দিনের এই সন্ধ্যা আরতি শুভ সূচনা করেন কলিপ মুনি মন্দির এর মহন্ত। পাশাপাশি এই সন্ধ্যা আরতি চলবে আগামী ১৩, ও ১৪ তারিক। সেখানে প্রায় ২০ জন অযোধ্যা থেকে আগত পুরহিতরা এই সন্ধ্যা আরতি করবেন। পাশাপাশি এই সন্ধ্যা আরতি উপলক্ষে কলকাতার একটি স্পেশাল ড্যান্স গ্রুপ পারফরম্যান্স করে। আর এই দিনের এই সন্ধ্যা আরতি উপলক্ষে গঙ্গাসাগর সি ব্রিজ চত্বরে ভিড় জমিয়ে ছিল লাখ লাখ পুনার্থি। তবে বলেই যায় গঙ্গাসাগর এর সন্ধ্যা আরতি গঙ্গাসাগর মেলাকে এক অন্যতম রূপদান করেছে। যা বিশ্ব মানচিত্রে অন্যতম রূপ দান করেছে।
গঙ্গাসাগর পুন্ন ভূমিতে শুরুহলো হলো সন্ধ্যা আরতি
বৃহস্পতিবার,১২/০১/২০২৩
564