কবিতা : শর্ষে ক্ষেতের ইশারা


মঙ্গলবার,১০/০১/২০২৩
1210

এ কে সরকার শাওন

কিউকেনহফ-হলস্ট্যাট নয়,
এসো সরিষা ক্ষেতের আলে;
যেথায় হলদে রোদ ঝলমলায়
চকে দীপ্তির ঢেউ খেলে !

বঙ্গ ললনা, শীতে অনন্যা,
হলুদ বিস্তৃত প্রান্তর!
সবুজ পাড়ে হলুদ শাড়ী
সরিষা ক্ষেত কাটে অন্তর!

ফুলে ফুলে ঢেউ খেলে
বাতাস চুৃমোয় নেচে!
সুনীল আকাশ ঝুঁকে সকাশ
মিতালী পাতায় যেচে!

সবুজে হলুদ, আকাশে নীলে
চাক্ষুষ রূপকথা উদ্ভাসে!
রূপচ্ছটায় চোখ ধাঁধায়
জগলুর প্রিয় বাংলাদেশে!

ফুলে ফুলে উড়ে প্রজাপতি
মৌমাছি গুনগুনায়!
এমন দৃশ্যে বিশ্ব বিস্মে
লিখা আছে কবিতায়।

শর্ষে ফুলের শৈল্পিক নৃত্যে
চকে চকে পড়ে সাড়া!
নানান মানুষ ছবি তোলে
নির্মল আনন্দে আত্মহারা!

প্রকৃতি নারী হলদে পরী
শীতের বাংলাদেশে!
শর্ষে ফুলের গুনকীর্তনে মাতে
পর্যটক নির্বিশেষে!

ক্ষেতের আলে দাড়িয়ে কৃষক
সোনালী স্বপ্ন বোনে!
মন প্রজাপতি ডানা মেলে
খুশীর সুনীল গগনে!

কবিতাঃ শর্ষে ক্ষেতের ইশারা
কাব্যঃ আপন-আভাস
কবিঃ এ কে সরকার শাওন
শাওনাজ ভবন, উত্তরখান, ঢাকা।
৮ জানুয়ারি ২০২৩

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট