বিশ্বের বিভিন্ন অংশে নতুন করে কোভিড সংক্রমণ বাড়তে থাকায় চীন-হংকং-জাপান-দক্ষিণকোরিয়া-সিঙ্গাপুর এবং তাইল্যান্ড থেকে ভারতে আসা যাত্রীদের ক্ষেত্রে রওনা হওয়ার আগে আর টি পি সি আর পরীক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। আগামী পয়লা জানুয়ারী থেকে ওই সব দেশের যাত্রীদের ভারতে আসার আগে এয়ার সুবিধা পোর্টালে RTPCR পরীক্ষার কোভিড নেগেটিভ রিপোর্ট আপলোড করতে হবে।
এই ৫ দেশ থেকে ভারতে ঢুকতে RTPCR পরীক্ষা বাধতামূলক
বৃহস্পতিবার,২৯/১২/২০২২
615