বাড়ির ছাদে সৌর শক্তির ব্যবহার বা রুফটপ সোলারের ক্ষমতা বাড়াতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলে, নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী আর. কে. সিং জানিয়েছেন। দেশের যে কোনো প্রান্তের মানুষই যাতে এই রুফটপ সোলার নিজের বাড়িতে স্থাপন করার আবেদন করতে পারেন, তার জন্য একটি জাতীয় পোর্টাল চালু করা হয়েছে বলেও তিনি জানান। রুফটপ সোলার প্রকল্পের আওতায় এই সব গ্রাহক সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকিও পেতে পারেন। রাজ্যসভায় আজ এক লিখিত প্রশ্নের জবাবে শ্রী সিং বলেন, এই প্রকল্পের অনুমোদন, রিপোর্ট জমা এবং প্রকল্পটি বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে অনলাইন পোর্টালের মাধ্যমে।
রুফটপ সোলারের ক্ষমতা বাড়াতে সরকার বেশ কিছু পদক্ষেপ
মঙ্গলবার,২০/১২/২০২২
996