রাজ্য মন্ত্রীসভার হস্তক্ষেপে শিক্ষক নিয়োগে অযোগ্যদের চাকরির ব্যবস্থা করা হয়েছে বলে অভিযোগ তুলে বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রীসভার পদত্যাগ দাবি করেছে। বিধানসভা অধিবেশনের প্রথমার্ধে দৃষ্টি আকর্ষন পর্বে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ ১০ বিজেপি বিধায়ক একটি মুলতুবি প্রস্তাব এনে শিক্ষক নিয়োগ দুর্নীতির বিষয়টির উপর আলোচনা দাবি করেন। অধ্যক্ষ বিচারাধীন বলে সেই দাবী খারিজ করে দেওয়ায় বিজেপি সদস্যরা সভাকক্ষে স্লোগান দিতে শুরু করেন। কিছুক্ষণ পরে তাঁরা অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করেন। শুভেন্দু অধিকারী বাইরে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে রাজ্য মন্ত্রীসভা অযোগ্য ব্যক্তিদের শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করেছে। এটি একটি বড় দুর্নীতি। মুখ্যমন্ত্রী ও তার সম্পূর্ণ মন্ত্রীসভার এজন্য জেলে যাওয়া উচিত। অন্যদিকে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানিকচকের তৃণমূল কংগ্রেস বিধায়ক সাবিত্রী মিত্র অপমান সূচক মন্তব্য করেছেন বলে অভিযোগ তুলেও বিজেপি পরিষদীয় দল বিক্ষোভ দেখাতে থাকে। এর প্রতিবাদে আগামীকাল দলের মহিলা বিধায়করা সবাই মুলতুবি প্রস্তাব আনবেন বলে বিরোধী দলনেতা জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রীসভার পদত্যাগ দাবি
মঙ্গলবার,২৯/১১/২০২২
1153