প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের ইতিহাস দাসত্বের গল্পগাঁথা নয়, বরং পরাক্রম, ত্যাগ এবং শৌর্য্যের এক অনন্য দলিল। জনগণের উচিত ছিল স্বাধীনতা পরবর্তী সময় লেখা ইতিহাসে যে ভুল রয়েছে, তা পরিবর্তন করা। কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি। বর্তমানে দেশ এই ভুল সংশোধন করছে। নতুন দিল্লীতে লাচিত বরফুকনের ৪০০ তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমাপ্তি অধিবেশনে যোগ দিয়ে শ্রী মোদী বলেন, লাচিত বরফুকন তাঁর কাজের মধ্য দিয়ে দেশপ্রেম সম্পর্কে মানুষকে শিক্ষা দিয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতের পরিচিতি হল তার নিরন্তর পরাক্রম। কিন্তু ভারতের ইতিহাস হল জয়ের ইতিহাস, যেখানে সংগ্রাম এবং ত্যাগের উল্লেখ রয়েছে। তিনি বলেন, দেশই হলো সর্বময় নেতা, তার থেকে বড় কিছু হয়নি।
দেশের ইতিহাস দাসত্বের গল্পগাঁথা নয় : নরেন্দ্র মোদী
রবিবার,২৭/১১/২০২২
318