মহিলাদের বিরুদ্ধে হওয়া যেকোনো অপরাধকেই ধর্মের চোখ দিয়ে দেখা উচিৎ নয়: গিরিরাজ সিং


রবিবার,২৭/১১/২০২২
313

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতী রাজ মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, মহিলাদের বিরুদ্ধে হওয়া যেকোনো অপরাধকেই ধর্মের চোখ দিয়ে দেখা উচিৎ নয় এবং কোনরকম সংস্কার ছাড়াই সর্বস্তরে এর নিন্দা জানানো প্রয়োজন। জাতীয় অপরাধ রেকর্ডস ব্যুরোর ২০২১ সালের রিপোর্টে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ২০২১ সালে ৩১ হাজারের বেশী ধর্ষনের ঘটনা নথিভুক্ত হয়েছে। প্রতি ঘন্টায় ৪৯টি করে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা সামনে আসছে। নতুন দিল্লীতে লিঙ্গ ভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে জাতীয় কর্মসূচীর সূচনা করে শ্রী সিং জানান, মহিলাদের ক্ষমতায়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবতীয় উদ্যোগ গ্রহণ করেছেন। দীনদয়াল অন্ত্যোদয় যোজনার অগ্রগতির প্রশংসা করে মন্ত্রী বলেন, ২০১৪ সালে স্বনির্ভর গোষ্ঠির সংখ্যা ছিল ২কোটি ৩৫ লক্ষ। বর্তমানে তা বেড়ে ৯ কোটিতে পৌঁছেছে। দেশজ দ্রব্য বিক্রির মাধ্যমে প্রতি মহিলা উপভোক্তা বছরে কমপক্ষে এক কোটি টাকা সঞ্চয় করছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট