গৃহহীন এবং ভবঘুরেদের জন্য এবার বিশেষ উদ্যোগ নিল পুরুলিয়া পৌরসভা। এই সংস্থার উদ্যোগে এবং কেন্দ্রীয় সরকারের ‘জাতীয় নগর জীবিকা মিশনের’ অর্থ সাহায্যে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে পুরুলিয়া শহরের ধবঘাটা এলাকায় ত্রিতল এই ভবন গড়ে তোলা হয়েছে। এখানে শয়ন এবং আহারের ব্যবস্থা রাখা হয়েছে। করা হয়েছে উন্নত মনের শৌচাগারও। এই উদ্বোধন করেন রাজ্যের পরিবেশ মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া।
গৃহহীন এবং ভবঘুরেদের জন্য এবার বিশেষ উদ্যোগ নিল পুরুলিয়া পৌরসভা
রবিবার,২৭/১১/২০২২
1053