রাষ্ট্রপতি ভবন সপ্তাহে ৫ দিন সর্বসাধারণের জন্য খোলা থাকবে


বৃহস্পতিবার,২৪/১১/২০২২
13284

পয়লা ডিসেম্বর থেকে রাষ্ট্রপতি ভবন সপ্তাহে ৫ দিন সর্বসাধারণের জন্য খোলা থাকবে। সরকারি ছুটির দিন ছাড়া বুধ থেকে রবিবার রাষ্ট্রপতি ভবনে সকাল ১০টা থেকে ১১টা , ১১টা থেকে ১২টা , দুপুর ১২টা থেকে -১টা, ২টো থেকে ৩টে এবং বিকেল ৩-টে থেকে ৪ – এই ৫টি স্লটে সাধারণ মানুষ সেখানে যেতে পারবেন। রাষ্ট্রপতি ভবনের সংগ্রহশালাটি সরকারি ছুটির দিন ছাড়া মঙ্গল থেকে রবিবার ৬ দিন সর্বসাধারণের জন্য খোলা থাকবে। প্রতি শনিবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত রাষ্ট্রপতি ভবনের সামনে রক্ষী পরিবর্তনের অনুষ্ঠানটি জনসাধারণ প্রত্যক্ষ করতে পারবেন। http://rashtrapatisachivalaya.gov.in/rbtour এই ওয়েবসাইটে দর্শকরা তাঁদের স্লট বুক করতে পারবেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট