নেপালে, সদ্য সমাপ্ত সংসদীয় নির্বাচন এবং সাতটি প্রাদেশিক আইনসভার নির্বাচনে প্রায় ৬১ শতাংশ ভোট পড়েছে। গতকাল কাঠমান্ডুতে এক সাংবাদিক বৈঠকে, সেদেশের মুখ্য নির্বাচনী কমিশনার দীনেশ কুমার থাপালিয়া এ’কথা জানান। আগের দু’টি নির্বাচনের তুলনায় এবার, ভোট পড়ার হার কিছুটা কম। ছোটখাট অশান্তির ঘটনা ছাড়া, মোটের ওপর নির্বাচন শান্তিপূর্ণ ছিল।
গতরাত থেকেই, কড়া নিরাপত্তার মধ্যে গণনার কাজ শুরু হয়েছে।
ছোটখাট অশান্তির ঘটনা ছাড়া, মোটের ওপর নির্বাচন শান্তিপূর্ণ
সোমবার,২১/১১/২০২২
7782