গোয়ায় ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে,‘ ইন্ডিয়ান প্যানোরামা’


সোমবার,২১/১১/২০২২
631

গোয়ায় ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে,‘ ইন্ডিয়ান প্যানোরামা’ বিভাগটি আজ খুলে দেওয়া হচ্ছে। এই বিভাগে,২৫টি ফিচার এবং ২০টি নন-ফিচার ফিল্ম প্রদর্শিত হবে।পৃথ্বী কোনানুরের কন্নড় ছবি- ‘হাড়িনেলেন্টু’, উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে। বিবেক অগ্নিহোত্রীর ‘কাশ্মীরফাইল্‌স এবং এস এস রাজামৌলীর ‘আর আর আর’,এই বিভাগে প্রদর্শিত হবে।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর,ইন্ডিয়ান প্যানোরামা বিভাগের অনুষ্ঠানে অংশ নেবেন। তিনি, ‘সেভেন্টি-ফাইভ ক্রিয়েটিভ মাইন্ড্‌স অফ টুমরো’ বিভাগে, দেশের ৭৫ জন প্রতিভাশালী চলচ্চিত্র নির্মাতার সঙ্গে সাক্ষাৎ করবেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট