সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের বিমানবাহিনী, লাগাতার বিমান হানা


সোমবার,২১/১১/২০২২
737

সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের বিমানবাহিনী, লাগাতার বিমান হানা চালিয়ে যাচ্ছে। সেদেশের যুদ্ধ বিমানগুলি, বিদ্রোহী ‘কুর্দিস্থান ওয়ার্কার্স পার্টি’-PKK এবং ‘সিরিয়ান পিপ্‌ল্‌স প্রোটেকশন ইউনিট’ বা YPG-র একাধিক ঘাটি উড়িয়ে দিয়েছে বলে, তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে।

এদিকে, সিরিয়ার কুর্দরা, বিমানহানায় অসামরিক বহু মানুষের মৃত্যুর অভিযোগ তুলেছে। গত ১৩’ই নভেম্বর ইস্তানবুলের একটি জনবহুল এলাকায় বিষ্ফোরণে, ৬’জনের মৃত্যু এবং ৮০ জনের’ও বেশী মানুষের আহত হবার ঘটনার প্রেক্ষিতে এই অভিযান ব’লে, তুরস্ক জানিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট