২০২৩ মরশুমের আগে নীরজ চোপড়া ব্রিটেন যাচ্ছেন


সোমবার,২১/১১/২০২২
650

২০২৩ মরশুমের আগে, নিজেকে প্রস্তুত করতে, ২০২০ টোকিও অলিম্পিকে জ্যাভলিন চ্যাম্পিয়ান নীরজ চোপড়া, ব্রিটেন যাচ্ছেন। লাওবোরো বিশ্ববিদ্যালয়ের ৬৩ দিনের প্রশিক্ষণ শিবিরে তাঁর, যোগ দেবার কথা। নীরজের সঙ্গে তাঁর কোচ এবং একজন সহায়ক, ওই শিবিরে থাকবেন।
২০২৩ মরশুমের আগস্টে নীরজ চোপড়া, বিশ্ব অ্যাথলেটিক্‌স চ্যাম্পিয়ানশিপে যোগ দেবেন। সেপ্টেম্বরে, চীনের হ্যাং ঝাও-তে এশিয়ান গেম্‌সে তাঁর অংশ নেবার কথা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট