বিশ্ব পুরুষ দিবস উপলক্ষ্যে, রাজ্য সরকার ২ লক্ষ পুরুষ স্বনির্ভর গোষ্ঠী গঠনের কথা ঘোষণা করেছে। ইতিমধ্যে প্রায় দেড় লক্ষ এই ধরণের স্বনির্ভর গোষ্ঠী গঠনের কাজ সম্পন্ন। বাকিগুলির কাজ আগামী তিন মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ওই সব গোষ্ঠীর নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে পোর্টালের সঙ্গে সংযুক্তিকরণের কাজও শুরু হয়েছে বলে দফতর সূত্রে জানা গেছে। প্রত্যেকটি গোষ্ঠীকে বিশেষ আইডেন্টিফিকেশন নম্বর দেওয়া হবে। সরকারি সূত্রে জানা গেছে, স্বনির্ভর গোষ্ঠীর মতো করে পুরুষদের যে গ্রুপ বা গোষ্ঠী তৈরি হবে, তা সরকারিভাবে ‘প্রোডিউসার্স গ্রুপ’ হিসেবে চিহ্নিত হবে। এই গ্রুপগুলি ছোট ছোট ব্যবসার কাজে নিযুক্ত থাকতে পারবে। সেই কাজেই সাহায্য করবে সরকার। রাজ্য সমবায় দপ্তরের আওতায় যে কো-অপারেটিভ ব্যাঙ্কগুলি আছে, সেগুলি থেকে এই গ্রুপের সদস্যরা সহজ শর্তে ঋণ নিতে পারবেন। কৃষকরাও যাতে ভবিষ্যতে এই ধরনের গোষ্ঠী তৈরি করতে পারেন সেব্যপারেও উদ্যোগ নেওয়া হবে।
২ লক্ষ পুরুষ স্বনির্ভর গোষ্ঠী গঠনের কথা ঘোষণা করেছে রাজ্য
রবিবার,২০/১১/২০২২
609